ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসহ বিদেশি নারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১৫ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাহামার নাগরিক এক নারীর লাগেজ থেকে প্রায় ৪ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে।

এয়ারপোর্ট সূত্র জানায়, স্ট্যালিয়া শান্তেই নামের ওই যাত্রী গত ১২ জুলাই এমিরেটস-এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলো থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাই-এ করে ১৩ জুলাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন। বিমানবন্দর থেকে তিনি কোনো লাগেজ ছাড়াই হোটেলে চলে যান। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এ যাত্রী তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। এ সময় তার ব্যাগেজ তল্লাশী করে একটি ইউপিএস-এর ভেতর ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স তাকে আটক করেছে।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ জানান, বাহামার এ নারী আন্তর্জাতিক মাদক কারবারি চক্রের সদস্য বলে আমরা ধারণা করছি। ফলে প্রথম দিন কোনো লাগেজ ছাড়া বেরিয়ে হোটেলে চলে গেলেও তিনি আমাদের এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন। আজ লাগেজ নিতে এলে অত্যন্ত সতর্কতার সাথে তার লাগেজ স্ক্যান করলে ইউপিএস-এর ভেতর কৌশলে লুকানো ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেটটি ধরা পড়ে।

আটক কোকেনের আনুমানিক মূল্য সম্পর্কে ধারণা নেই জানিয়ে তাসলিম আহমেদ বলেন, অনেক দিন ধরে আমরা এ ধরণের বেশ কিছু যাত্রীর ওপর নজর রাখছি। আটক নারী কোনো মাদক পাচার চক্রের সদস্য হতে পারেন। আমরা চক্রের মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি