চট্টগ্রাম মহানগরীতে নিষিদ্ধ করা হয়েছে মোটর চালিত রিকশা, ইজি বাইক
প্রকাশিত : ১৮:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬
যানচলাচলে শৃংখলা ফেরাতে চট্টগ্রাম মহানগরীতে মোটর চালিত রিকশা, ইজি বাইক নিষিদ্ধ করা হয়েছে। বাধ্যতামুলক করা হয়েছে অটো রিকশায় মিটার সংযোজন। শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে এসব নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়াদুল কাদের।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহনগরীতে ভয়াবহ আকার ধারণ করেছে যানজট। পাঁচ মিনিটের রাস্তা পার হতে লেগে যায় কয়েক ঘন্টা। এ অবস্থায় নগরীতে যান চলাচলে শৃংখলা ফিরে আনতে শনিবার সকালে এই বৈঠকের উদ্যোগ নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বৈঠকে বিআরটিএসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন অনিয়ম তুলে ধরে কাউন্সিলিং এর মাধমে পরিবহণ শ্রমিকদের সচেতন করে তোলার অনুরোধ জানান, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। এসময় তারা রেজিস্ট্রেশন বিহীন যানবাহন চলাচল বন্ধেরও দাবি জানান ।
বৈঠকে যানজট নিরসনে নগর পুলিশ প্রসাশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী চট্টগ্রামকে একটি বিশ্বমানের শহর হিসাবে গড়ে তুলতে
চট্টগ্রামের মেয়র ও প্রশাসনের কর্মকর্তাদে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বৈঠকে চট্টগ্রাম মহানগরীতে যানচলাচলে শৃংখলা ফিরে আনতে মেয়রের নেতৃত্বে গঠিত হয় মনিটরিং কমিটি।
আরও পড়ুন