ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে মাস্টারপ্ল্যান

প্রকাশিত : ১৯:০৩, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৩, ১২ নভেম্বর ২০১৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই চিকিৎসা নিচ্ছে ধারণ ক্ষমতার তিনগুণ বেশি রোগী। পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের রাখা হচ্ছে হাসপাতালের বারান্দায়। জনবল সংকট ও অবকাঠামোগত সুযোগ সুবিধা না থাকায় কার্যকর সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। তবে রোগীদের দূর্ভোগ লাঘবসহ অবকাঠামোগত উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর অর্থপেডিক ও ট্রমাটলজী বিভাগের চিত্র এটি। ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের এভাবে রাখা হয়েছে হাসপাতালের করিডোরে, পায়ে হাঁটার পথে। তিন দিন আগে এই ওয়ার্ডে রাজিয়া বেগম স্বামীকে ভর্তি করান ভাঙা পায়ের চিকিৎসা নিতে।  ধীর গতির চিকিৎসায় অসন্তুষ্ট রাজিয়া, ছাড়পত্র নিয়ে যেতে চান বেসরকারি ক্লিনিকে। প্রায় একই রকম অভিযোগ হাসপাতালের বেশিরভাগ রোগীর। প্রত্যাশামতো চিকিৎসাসেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল সূত্রে জানা যায়, পাঁচশ শয্যার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরবর্তীতে ১৩শ ১৩ শয্যার হাসপাতাল ঘোষণা করা হলেও বাড়েনি এর শয্যা সংখ্যা কিংবা অন্যান্য সুযোগ সুবিধা। এর মধ্যেই প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকে প্রায় তিন হাজার রোগী। জরুবি বিভাগসহ আউটডোরে সেবা নিতে আসে আরো আড়াই হাজার রোগী। ধারণ ক্ষমতার অতিরিক্ত এসব রোগীকে চাহিদা মতো সেবা দিতে না পারার কথা স্বীকার করেছেন হাসপাতালের পরিচালকও। আগামী ২৫ বছরে বর্ধিত রোগীসহ বিভিন্ন প্রয়োজন সামনে রেখে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে বলে জানান হাসপাতালের এই কর্তা। বৃহত্তর চট্টগ্রামের কয়েক কোটি জনগণের উন্নত চিকিৎসাসেবায় শিগগির এ মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শেষ হবে এবং রোগীদের দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি