ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ২৩ নভেম্বর ২০১৮

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে প্রতিবারের ন্যায় গত ২১ নভেম্বর ২০১৮/১২ রবিউল আউয়াল ১৪৪০ হিজরি, বুধবার বিকেলে ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবন মিলনায়তনে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিন করা হয়।

এ উপলক্ষে বাদ আসর হতে খতমে কোরান, বাদ মাগরিব বয়ান এবং সবশেষে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।

এ পবিত্র মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক এবং স্বাগত বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপ-পরিষদের আহবায়ক জয়নুল আবেদিন জামাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপপরিষদের সদস্য-সচিব মোহাম্মদ মনসুর আলী চৌধুরী।

‘মিলাদুন্নবী (সা.)’ এর তাৎপর্য সম্পর্কে বয়ান করেন ঢাকা’র মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসার মুফতি আলহাজ মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আল-আযহারী এবং মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন সমিতির জীবন সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম-খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

মাহফিলে সমিতির যে সকল মুরুব্বি ও কর্মকর্তা ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করা হয়। আর যাঁরা অসুস্থ আছেন তাদের আশু রোগমুক্তির জন্য দোয়া এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণে মোনাজাত করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ।

এতে উপস্থিত ছিলেন, সমিতির নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড ও হাসপাতাল কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সমিতির উল্লেখযোগ্য সংখ্যক জীবন সদস্য উপস্থিত ছিলেন।

কেআই/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি