ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম সিটি মেয়রের বাসভবনে ভাঙচুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ৩ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা-ভাঙচুরের খবর পাওয়া গেছে। এ সময় বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।

শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার সময় বাসায় থাকা মেয়র রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, হামলাকারীরা প্রধান ফটক ভেঙে ঘরের আঙিনায় প্রবেশ করে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।

চান্দগাঁও থানার ডিউটি অফিসার এসআই সালমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি