ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

চট্টগ্রামকে পরিবেশ বান্ধব নগরীতে উন্নীত করতে পরিকল্পনা বাস্তাবায়নে প্রকৌশলীদের নির্দেশ

প্রকাশিত : ১৮:২৬, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২৬, ১৯ অক্টোবর ২০১৬

আগামী ৩ বছরের মধ্যে চট্টগ্রামকে পরিবেশ বান্ধব নগরীতে উন্নীত করতে পরিকল্পনা বাস্তাবায়নে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার দুপুরে নগর ভবন মিলনায়তনে সভায় প্রকৌশলীদের উদ্দেশ্যে মেয়র আরো বলেন, ২০১৯ সালের জুনের মধ্যেই নগরীর ৪১টি ওয়ার্ডের সকল সড়ক ও বাইলেইন শতভাগ পাকাকরণের কাজ সম্পন্ন করতে হবে। চট্টগ্রামকে বিনিয়োগবান্ধব ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নসহ সব ধরণের পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯টি বিভাগের নির্বাহী প্রকৌশলীরা।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি