ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে অপহরণের একদিন পর কলেজছাত্র উদ্ধার, আটক ৩

প্রকাশিত : ১২:৫০, ১৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৫০, ১৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীর চকবাজারের ডিসি রোড এলাকা থেকে অপহরণের একদিন পর কলেজছাত্র সাইফুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার বেলা ১২টার দিকে ডিসি রোড থেকে সাইফুলকে অপহরণ করা হয়। এরপর তার বাবার মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তার বাবা আব্দুর রহমান বিষয়টি পুলিশকে জানান। পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে অভিযান চালিয়ে পাঁচলাইশ এলাকার ইসমাইল কলোনির একটি বাসা থেকে সাইফুলকে উদ্ধার করে। এ’ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- তৌহিদ উদ্দিন, মোহাম্মদ হারুন ও তৌহিদুল মোস্তফা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি