ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক মতবিনিময় সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৬, ১০ জুন ২০১৭

আসন্ন ইদুল আযহা উপলক্ষ্যে চট্টগ্রামে ‘অধিক নিরাপদ ও লাভজনক পদ্ধতিতে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ’ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।
সকালে চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত বিভাগীয় উপ-পরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক। বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক এ এইচ এম মনোয়ার হোসেন। সভা থেকে জানানো হয়, এ বছর চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা প্রায় ৩০লাখ ৭২ হাজার। গবাদিপশু অধিক নিরাপদ পদ্ধতিতে এবং স্বল্প মূল্যে উত্তম খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বাারোপ করা হয় সভা থেকে। মতবিনিময় সভায় বিভিন্ন জেলা ও উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি