ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে জমকালো আয়োজনে সম্পন্ন হলো রোটারির জেলা অভিষেক অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ১৪ জুলাই ২০২৩ | আপডেট: ২০:৪৫, ১৪ জুলাই ২০২৩

জাতীয় ও রোটারি পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বিশেষ নৃত্যের মাধ্যমে গত (১৪ জুলাই) সকালে চট্টগ্রাম শহরের নেভি কনভেনশন হলে বিশ্বের প্রাচীনতম সেবামুলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর অভিষেক অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সফল ও জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক রোটারিয়ান ও রোটারেক্টরের সরব উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল বেশ জমজমাট ও মুখরিত। জমকালো এ আয়োজনে অভিষিক্ত হন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর
ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান।

প্রোগ্রাম চেয়ারম্যান সিপি রোটারিয়ান মোহাম্মদ ওমর আলী ফয়সাল এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অ্যাডভাইজার ডিজিএন ডা.মঈনুল ইসলাম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন গভর্নর মতিউর রহমান সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে একটি ফলপ্রসূ রোটারি বছর উপহার দেবেন-সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখেন পিডিজি এম এ আউয়াল, পিডিএফএল খালেদা আদিব আউয়াল, পিডিজি ইঞ্জিনিয়ার আবদুল আহাদ, পিডিএফএল রোজি আহাদ, পিডিজি প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী, পিডিজি ডিলনাশিন মহশেন, পিডিএফজি ডা. আবু আইয়ুব হামিদ, পিডিজি ড. বেলাল উদ্দিন আহমেদ, পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, পিডিজি এসএএম শওকত হোসেন, পিডিজি এম খায়রুল আলম, আর আই ডি-৩২৮১ ডিজি মো. আশরাফুজ্জামান নান্নু, আর আই ডিস্ট্রিক্ট ৩২৮৪ গভর্নর (২০২৪-২৫) হাফিজ ইউ বিপ্লব, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি অতিরিক্ত কর কমিশনার শামিনা ইসলাম, ডিজিই এ এইচ এম ফয়সাল আহমেদ।

কুমিল্লায় চক্ষু নিরাময়কেন্দ্র, চট্টগ্রামে কিডনী ডায়ালাইসিস সেন্টার, হোম ফর হোমলেস প্রকল্পসহ একবছরের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন সেবাপ্রকল্পের ওপর গুরুত্বারোপ করে অভিষিক্ত ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেন, ২৫টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের মাধ্যমে চট্টগ্রামে একটি স্থায়ী রোটারি কিডনী ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের আওতায় প্রতিটি ক্লাব হোম ফর হোমলেস প্রকল্পের অধীনে গৃহহীন কাউকে একটি করে ঘরনির্মাণ করে দেবে। কমিউনিটি সার্ভিস বৃদ্ধি করা, ক্লাব সার্ভিসের আওতায় সদস্য বাড়ানো, ভোকেশনাল সার্ভিস, তরুণদের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল একচেঞ্জ প্রোগ্রাম এবং ফেলোশিপ বৃদ্ধি করাসহ যে ১০টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নের জন্যে গভর্নর মতিউর রহমান ক্লাব সভাপতিসহ সকল রোটারিয়ানের সহযোগিতা কামনা করেন এবং রোটারির জন্যে সর্বোচ্চ ত্যাগের প্রত্যয় ব্যক্ত করেন।

রোটারি ক্লাব অব রিভারাইন হালদা আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট চেয়ারম্যান সিপি রোটারিয়ান মোহাম্মদ ওমর আলী ফয়সাল। কোরান তেলওয়াত করেন রোটারিয়ান পিপি মো. ফোরকান উদ্দিন, রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান তাশকিয়া জহুর চৌধুরী।

পরিশেষে সকলকে ধন্যবাদ প্রদান করেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রোটারিয়ান মোহাম্মদ আকবর হোসেন ও উপস্থিতির পরিসংখ্যান উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট সার্জেন্ট এট আর্মস সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু। মধ্যাহ্নভোজ শেষে সংগীতানুষ্ঠান ও র‌্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি