ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে ডাক্তারের অবহেলায় রোগীর শরীরে পচন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ২৫ জানুয়ারি ২০১৮

চট্টগ্রামে আবারো ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন এক রোগী। সিজারিয়ানের পর পাঁচ মাসেও সুস্থ হতে পারেননি এক মা। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঐ রোগী। চট্টগ্রামের সেই ডাক্তার অবশ্য দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন।

চট্টগ্রামের রুমি আক্তার পাঁচ মাস আগে সন্তান জন্মদানের জন্য ডাক্তার জায়েদা সুলতানার শরনাপন্ন হন। সিজারিয়ানের মাধ্যমে সন্তান হওয়ার অনেকদিন পার হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি রুমি। একই জায়গায় আবারো অস্ত্রপচার করতে হয় তার।

এরপরও সুস্থ না হলে দফায় দফায় ড্রেসিং করা হয় রুমির। বারবার ডাক্তারকে কারণ জিজ্ঞেস করলেও উত্তর দেননি বলে অভিযোগ করেছেন রোগী।

রুমির পরিবারের অভিযোগ ডাক্তারের অবহেলায় শরীরের মাংসে পচন ধরে গিয়েছে রমির।

এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আনা হয় রোগীকে। বর্তমান চিকিৎসক জানান, গুরুতর ক্ষত নিয়েই এসেছেন এই রোগী।

এদিকে চট্টগ্রামে ডাক্তার জায়েদার সঙ্গে যোগাযোগ করলে তিনি টেলিভিশনের ক্যামেরায় কথা বলতে রাজি হননি। মোবাইলের কথোপকথনেও দায় নিতে চাননি।

ডাক্তার জায়েদা যে বেরসকারি হাসপাতালে অস্ত্রোপচার করেন, তার পরিবশেও স্বাস্থকর নয় বলে জানিয়েছেন অন্য রোগীরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি