চট্টগ্রামে ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর, আটক ৬
প্রকাশিত : ২২:০৮, ১৩ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের জন্য নির্মিত মঞ্চ ভাঙচুর করেছে কতিপয় দুর্বত্ত। এসময় ব্যানারসহ নানা সরঞ্জাম ছিঁড়ে ফেলা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৮টার মধ্যে ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হামলাচেষ্টাকারীরা অনুষ্ঠানের আয়োজকদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে দাবি করেছে। হামলাচেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ২০ থেকে ২২ জন ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেয়। একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকোরেশনের কাপড় ছিঁড়ে ফেলল এবং মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। আগামীকাল অনুষ্ঠান করার মতো অবস্থা এখন আর নেই। আমি শুনেছি, আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছিলাম ওইদিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন হামলার সময়ও ছিল। ব্যাক স্টেজের ডিজাইন তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। আগামীকালের অনুষ্ঠান আমরা বাতিল করছি।
সিএমপির ডিসি (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, হামলার ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশের সদস্যরা সেখানে যায়। ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন