ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে তৃণমূলকে সংগঠিত করার উদ্যোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ২৬ এপ্রিল ২০১৮

জাতীয় নির্বাচন সামনে রেখে ভেদাভেদ ভুলে, তৃণমূলকে সংগঠিত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। ৫ মে ডাকা হয়েছে বর্ধিত সভা। লক্ষ্য সবকটি আসন ধরে রাখা।

সাত থেকে আট মাস পরই হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক মহলে এরই মধ্যে শুরু হয়েছে আলাপ-আলোচনা, হিসেব-নিকেশ। পিছিয়ে নেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগও। আর সবকিছুর আগে নেতারা জোড় দিচ্ছেন দলীয় ঐক্যের উপর।

এমপিরা দলের শৃঙ্খলা পুরোপুরি মেনে না চলায়, কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে বলে মনে করেন এই নেতা।

ঐক্যের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরার তাগিদ দেন নগরপিতা।

গত নির্বাচনে চট্টগ্রাম মহানগরীর ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ জয়ী হয় তিনটিতে। জাতীয় পার্টিকে দুটি এবং জাসদকে একটি আসন ছেড়ে দেয় দলটি।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি