ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে তেলবাহী আরেক জাহাজে আগুন, একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ৫ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার সৌরভ’ নামে  একটি তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) রাত ১২ টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায় জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে তারা তেলের ট্যাংকারে আগুনের বিষয়টি নিশ্চিত হয়। কর্ণফুলী ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

চট্টগ্রাম বন্দরের রেডিও কনট্রোল রুম সূত্রে জানা যায়, ট্যাংকারটিতে ক্রুসহ মোট ৫০ জন কর্মরত ছিলেন। রাত ২টা পর্যন্ত ৪৩ জনকে উদ্ধার করা হয়। পরে আরো ৬ জনকে জীবীত উদ্ধার করা হয়, আর একজনের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি