ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে থ্যালাসেমিয়া দিবস পালিত

প্রকাশিত : ২১:১৮, ৮ মে ২০১৯

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়া নির্মূল করা সম্ভব। আর তাই থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য বিয়ের আগেই বাধ্যতামূলক রক্ত পরীক্ষা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন থ্যালাসেমিয়া প্রতিরোধ প্রচারণা বাংলাদেশ এর সাইন্টিফিক এডভাইজর ও মেন্টর অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০১৯ উপলক্ষে থ্যালাসেমিয়া প্রতিরোধ প্রচারণা বাংলাদেশের আয়োজনে সিটিজি ব্লাড ব্যাংকের সহযোগীতায় বুধবার (৮ মে) চট্টগ্রাম নিউ মার্কেটস্থ বিপনি বিতানের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। উক্ত মানববন্ধনে ২০টিরও অধিক সংগঠন উপস্থিত ছিল।

ডা. শাহেদ আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন,থ্যালাসেমিয়া এখন নিরব মহামারী। দেশে কোটির উপরে থ্যালাসেমিয়া বাহক রয়েছেন। যার কারণে প্রতিদিনই ২০ থ্যালাসেমিনায় আক্রান্ত অবস্থায় জন্মগ্রহণ করছে।

তিনি বলেন, সচেতনতার মাধ্যমে রোগটি নির্মূল করতে হবে। বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে দুইজন বাহকের বিয়ে রোধ করার মধ্য দিয়ে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তাই প্রত্যেকের শ্লোগান হওয়া উচিৎ অনাগত সন্তানের দায়িত্ব নিন। বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে নিন। বাহক বাহক বিয়ে নয়। আর নয় রক্তচোষা থ্যালাসেমিয়া।

তিনি উপস্থিত সংগঠনের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা তরুণ। তোমরা এ্যাম্বাসিডর হিসেবে গড়ে তুলো এবং নিজের পরিবারের পাশাপাশি নিজের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, এলাকায় থ্যালাসেমিয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করো। একদিন থ্যালাসেমিয়া মুক্ত হবে বাংলাদেশ তোমাদের হাত ধরে।

এতে আরও বক্তব্য দেন কাউছার, শোয়েবুল হক চৌধুরী, আরমান শরীফ, জাহিদুল ইসলাম,দৌলত ইকবাল,গাজী রাসেল,আবদুর রহমান, মোহাইমিনুল হক, মুশফিকুর রহমান,আবু সাইদ,সালাউদ্দীন,আবু হানিফ,রায়হান প্রমুখ।

আআ/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি