ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৪৬, ৩১ মার্চ ২০১৮

বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে ‘ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি- আইসিএনএসটি’ শীর্ষক দুইদিনের আন্তর্জাতিক সম্মেলন। পঞ্চমবারের মতো এ সম্মেলনের আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর ইউমেন। ভবিষ্যত বিজ্ঞানী ও গবেষকদের জন্য এ ধরণের সম্মেলন প্ল্যাটফরম হিসেবে কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা।

পাশাপাশি নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়ানো সম্ভব হবে বলেও আশা করছেন তারা। সম্মেলনের মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন।

কানাডার মনট্রিল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের শিক্ষার্থী জানভিয়ে নারোথে। প্রথমবারের মতো চট্টগ্রামে এসেছেন আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিতে। বলছিলেন, এই সম্মেলন তাকে জনস্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক বিভিন্ন গবেষণা এবং প্রযুক্তি সম্পর্কে তথ্য পেতে সহায়তা করেছে।

জানভিয়ে’র মতো এই সম্মেলনে অংশ নিয়েছে বেলজিয়াম, আরব আমিরাত, ভারতসহ দেশ-বিদেশের প্রায় ২০০ জন শিক্ষক, বিজ্ঞানী ও তরুণ গবেষক। সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা পরিবেশ, স্বাস্থ্য, বিজ্ঞান সম্পর্কে নিজেদের সাম্প্রতিক গবেষণা, মতামত তুলে ধরেন।

এমন আন্তর্জাতিক প্লাটফর্মে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত অনেকেই। বিজ্ঞান চর্চায় এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

সমাজ ও পারিপার্শ্বিক উন্নয়নের স্বার্থেই নারীদেরকে বিজ্ঞানের সাথে আরো বেশি যুক্ত করা জরুরি বলছেন আয়োজকরা। নারীদের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় ও সহজবোধ্য করার লক্ষ্য নিয়েই এ সম্মেলনের আয়োজন বলছেন তারা।

বিশ্বের নামি-দামি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সাথে পারস্পরিক ভাব বিনিময়ের এই সুযোগ দেশের গবেষণার ক্ষেত্রকেও এগিয়ে নেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুই দিনের সম্মেলনের প্রথম দিন, শুক্রবার প্রথম সেশনে কী-নোট উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুর রহিম। দ্বিতীয় সেশনে কী-নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিলুফার নাহার।

এছাড়া দিনব্যাপী অনুষ্ঠিত হয় ওরাল সেশন, পোস্টার সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন।

ভিডিও:

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি