ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে নিয়ম-নীতি ছাড়াই গড়ে উঠছে বহুতল ভবন

প্রকাশিত : ১৩:২৬, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:২৬, ৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

কোনো নিয়ম নীতি না মেনেই চট্টগ্রামে গড়ে উঠছে বহুতল ভবন। যত্রতত্র পার্কিং করা হচ্ছে যানবাহন। এ অবস্থার নিরসন না হলে চট্টগ্রাম মহানগরী যানচলালের অযোগ্য হয়ে পড়বে বলে মনে করেন নগর বিশেজ্ঞরা। এ জন্যে নগরবাসীকে সচেতন হওয়ার অনুরোধ জানালেন সিডিএ চেয়ারম্যান। চট্টগ্রাম মহগানগরীতে ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর অনুমোদন নেয়ার বিধান থাকলেও বেশীরভাগ সময় তা মানা হচ্ছে না। লঙ্ঘিত হচ্ছে  ইমারত নির্মাণ বিধিমালা । যেখানে সেখানে গড়ে উঠছে বহুতল ভবন। অধিকাংশ ভবনের নেই নিজম্ব পাকিং স্পেস। পাকিং এলাকায়  গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান । ফলে নগরীর অধিকাংশ রাস্তা জুড়ে পার্ক করা হচ্ছে যানবাহন। এদিকে অবৈধ পাকিং এর কারনে নগরীর বিভিন্ন সড়ক, উপ-সড়কে যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিরিক্ত মুনাফার আশায় এবং উন্নয়ন কর্তৃপক্ষের মনিটরিংয়ের অভাবে পাকিংএলাকায় দোকান পাঠ গড়ে উঠছে বলে মনে করেন নগর বিশেষজ্ঞরা। অবৈধ পার্কিং এর কথা স্বীকার করে এর বিরুদ্ধে সিডিএ’র পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে বলেও জানান চেয়ারম্যান। সিডিএ’র নকশা অনুযায়ী ভবন নির্মিত হলে চট্টগ্রাম আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন নগর বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি