চট্টগ্রামে ন্যায্যমূল্যে ভোগ্যপন্য বিক্রি
প্রকাশিত : ১৮:১৫, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৮:২৬, ২৪ মে ২০১৭
রমজানকে সামনে রেখে নগরীতে ন্যায্যমূল্যে ভোগ্যপন্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রি।
সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি’র কমিশনার ইকবাল বাহার। সেসময়, বাজার নিয়ন্ত্রণে রাখতে পুরো রমজান মাস জুড়ে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করা হবে বলে জানান চেম্বার নেতারা। এই কার্যক্রম আরো বাড়ানো হবে বলেও জানান তারা। এসময় অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন