ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে ফোম কারখানায় ভয়াবহ আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ১৩ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সাগরিকায় একটি ফোমের কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নগরের পাহাড়তলীর সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় ৫০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি ও বন্দর ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি