চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রকাশিত : ১১:০৪, ২৯ জানুয়ারি ২০১৯
চট্টগ্রামের কোতোয়ালিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাহাবুদ্দিন নামে গণধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। এ সময় শ্যামল দে নামে আরেক আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ভোরে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডে ‘গোলাগুলির’ ওই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, নিহত সাহাবুদ্দিন এক তরুণী গণধর্ষণ মামলার আসামি। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন জানান, গতকাল সোমবার প্রাইভেটকারে এক তরুণীকে গণধষর্ণ করা হয়েছে মর্মে থানায় অভিযোগ আসে সাহাবুদ্দিন ও শ্যামল দেসহ কয়েকজনের বিরুদ্ধে। এর ভিত্তিতে মঙ্গলাবার ভোরে নগরীর কোতোয়ালি থানার ফিশারিঘাট এলাকায় অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাহাবুদ্দিন ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে সাহাবুদ্দিনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
একে//
আরও পড়ুন