ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে বসবাসকারী বিদেশীদের চলাচলের উপর সর্তকতা জারী

প্রকাশিত : ১২:৩৩, ৪ জুলাই ২০১৬ | আপডেট: ১২:৩৩, ৪ জুলাই ২০১৬

গুলশানে হলি আর্টিজান বেকারীতে সন্ত্রাসী হামলার পর চট্টগ্রামে বসবাসকারী বিদেশীদের চলাচলের উপর সর্তকতা জারী করেছে প্রশাসন। বিভিন্ন গুরুত্বপর্ণ স্থাপনাসহ যেসব স্থানে বিদেশীরা অবস্থান করেন, সেসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি জঙ্গী কার্যক্রমের বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে নানা উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম ওয়াসা, তাপ বিদ্যুৎ কেন্দ্র, রফতানী প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র-সিইপিজেডসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অনেক বিদেশী কাজ করেন। এছাড়া বিভিন্ন বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানেও অধ্যয়নরত কয়েশ বিদেশী শিক্ষার্থী। শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজেন বেকারীতে সন্ত্রাসী হামলার পর নড়ে চড়ে বসেছে চট্টগ্রামের প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি গুরুত্ব পূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে নিজস্ব নিরাপত্তা কর্মী। চট্টগ্রামে অবস্থানরত বিদেশীদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নজরদারি বাড়ানোর কথা জানান পুলিশের উর্ধ্বতন কর্মকতারা। এদিকে জঙ্গীবাদের বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। চট্টগ্রামে অবস্থানরত বিদেশীদের চলাফেরার ক্ষেত্রে সর্তকতা জারির কথা জানান তিনি। জঙ্গী তৎপরতা বন্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ধর্র্মীয় প্রতিষ্ঠানগুলোতে নজরদারী আরো বাড়ানোরও তাগিদ দেন এই কর্মকর্তা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি