ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে শেষ হলো ত্রিপুরা সম্প্রদায়ের বৈসাবি উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

বয়োজ্যেষ্ঠদের পূণ্যস্ননের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শেষ হলো ত্রিপুরা সম্প্রদায়ের বৈসাবি উৎসব। বৈসাবির ৪র্থ দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুদ্ধমুর্তি স্নান করানো হয় বান্দরবানে। এদিকে সাংগ্রাইয়ের আনন্দে আজও মাতেন মারমা সম্প্রদায়। 

খাগড়াছড়িতে ত্রিপুরা ও চাকমা জনগোষ্ঠী উদযাপন করেন বিসিকাতাল উৎসব। এতে সন্তানরা মা-বাবার আর্শিবাদ নেয়।

সকালে খাগড়াছড়ির নয়মাইল নিম্ন মাধ্যমিক স্কুল মাঠে উৎসবের আয়োজন করা হয়। গ্রামের ৫০জন বয়োজ্যেষ্ঠকে স্নান করিয়ে দেয়া হয় নতুন কাপড়।

পুরনো বছরের গ্লানি ভুলে, নতুন বছরকে স্বাগত জানাতে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠান হয় বান্দরবানে। বের হয় শোভাযাত্রা। সাঙ্গু নদীর তীরে আয়োজন করা হয় ধর্মীয় সভার।

এদিকে মারমাদের সাংগ্রাই উৎসবে আজও পাড়ায়-পাড়ায় চলে বিভিন্ন আয়োজন। অতিথি আপ্যায়ন ও পূজা-অর্চনার মধ্যদিয়ে কাল শেষ হবে এ উৎসব।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি