ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে স্বর্ণের দোকান লুটের সন্দেহভাজন ২ আসামি বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত : ১১:১৫, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:১৫, ১৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাটে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুটের ঘটনায় সন্দেহভাজন দুই আসামি র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। র‌্যাব জানায়, সোমবার ভোরে মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়ার ইয়াকুব ও কামরুল হাসান। তাদের মধ্যে নিহত ইয়াকুব স্বর্ণ লুটের ঘটনায় সিসিটিভির ফুটেজে প্রধান সন্দেহভাজন হিসেবে সনাক্ত। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়। এসসময় তাদের কাছ থেকে ৪টি পিস্তল, ৩টি বন্দুক এবং ১টি ওয়ান শুটারগানসহ বিপুল পরিমান গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি