ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

চট্টগ্রামের উন্নয়নে রাজনীতিবিদদের ঐক্যের উপর জোর

প্রকাশিত : ১৩:২৩, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৩, ২৮ মার্চ ২০১৭

চট্টগ্রামের উন্নয়নে রাজনীতিবিদদের ঐক্যের উপর জোর দিয়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মেজবাহউদ্দীন। দায়িত্বপালনকালে হয়রানি কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াসহ জনমুখী উদ্যোগের জন্য আলোচিত ও প্রশংসিত হয়েছেন তিনি। ডিজিটাল সেবায় অনন্য অবদানের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ জেলা প্রশাসকের সম্মান। ২০১৪ সালের ১০ এপ্রিল চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজবাহ উদ্দিন। রোজার মাসে ভোগ্যপণ্যের বাজারে উচ্চমূল্য ও ভেজাল বিরোধী অভিযান চালানো হয় তার নেতৃত্বে। নগরীর ভোগ্যপণের বাজার খাতুনগঞ্জ ও হাজারী গলির ভেজাল ঔষুধের দোকানে চ্যালেঞ্জ ও ঝুঁকি নিয়ে দু:সাহসী অভিযান চালিয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীদের সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখতে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও ভূমির তথ্য ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির সূচনাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনেন মেজবাহ উদ্দীন। দায়িত্ব পালনকালে নানান প্রতিবন্ধকতা থাকলেও চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের সহযোগীতার কথা স্বীকার করলেন এই কর্মকর্তা। চট্টগ্রামের রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টা থাকলে চট্টগ্রাম উন্নয়নের রোল মডেল ও অনিন্দ্য সুন্দর শহর হিসেবে গড়ে উঠতে পারে বলে করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগ দেয়া এই কর্মকর্তা। দায়িত্ব পালনকালে বিদায়ী জেলা প্রশাসক কাউকে অবৈধ সুযোগ না দিয়ে চট্টগ্রামের উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করেছেন বলে মনে করছেন এখানকার প্রভাবশালীরাও। বিদায়ী জেলা প্রশাসকের জনস্বার্থমুখী উদ্যোগগুলোর প্রসংশা করেছেন, বিভিন্ন পেশার বিশিষ্ঠ ব্যক্তিরাও। <ংঃৎড়হম>


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি