চট্টগ্রামের উন্নয়নে ৩৬৭টি প্রকল্প বাস্তবায়ন
প্রকাশিত : ১৬:৩৮, ২১ মে ২০১৭ | আপডেট: ১৮:০১, ২১ মে ২০১৭
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অবকাঠামোগত উন্নয়নে ২০১৬-১৭ অর্থবছরে ৩৬৭টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ।
রোববার সকালে চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সেসময় বক্তারা বলেন ১১ কোটি টাকা ব্যায়ে এসব উন্নয়ন কাজ করা হয়েছে। তারা জানান এর পাশাপাশি সন্দ্বীপ অংশে জেটি নির্মাণ ও উপজেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিদ্যুতায়নের কাজও চলছে। সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন