ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামের হ্যাটট্রিক হার, তিনে রংপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সময়টা মোটেও ভালো যাচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। সোমবার (২৩ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষেও হার নিয়ে মাঠ ছেড়েছে দলটি। এ নিয়ে টানা তিন হারে বিপিএলে টিকে থাকার লড়াইয়ে ব্যাকফুটে চলে গেল শুভাগত হোমের দল।

অন্যদিকে দুই হার সঙ্গী করে এদিন চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছিলেন নুরুল হাসান সোহানরা। ফলে জয় প্রয়োজন ছিল দলটিরও। সতীর্থরা হতাশ করেনি অধিনায়ককে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই গড়ে রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে ১২৪ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। ৫৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

অবশ্য চোট পাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি চট্টগ্রামের অন্যতম প্রধান ব্যাটিং স্তম্ভ আফিফ হোসাইন। যার ফলে লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই তেমন সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। 

দলীয় ১১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপর দারউইশ রাসুলি এবং শুভাগত হোম মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। রাসুলি ২১ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর জিয়াউর রহমানকে নিয়ে ফের লড়াই চালিয়ে যান শুভাগত। কিন্তু এই জুটিও বেশিদূর যেতে পারেনি।

দলীয় ১০৩ রানে জিয়াউর রহমান (২৪) বিদায় নেওয়ার পর ৭ রান যোগ হতেই ড্রেসিংরুমের পথে হাঁটেন ফিফটি তুলে নেওয়া শুভাগত। চট্টগ্রাম অধিনায়ক ৩১ বলের মোকাবিলায় ৪টি করে চার ও ছক্কায় ৫২ রান করে বিদায় নেন। এরপর আর কেউ দুই অঙ্কের দেখাও পাননি।

এর আগে নাঈম শেখের ধীরগতির শুরুর পর রানের চাকা পাল্টে দেন শোয়েব মালিক। তার ৭৫তম ফিফটি পেরোনো ইনিংস ও ওমরজাইয়ের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানের বড় সংগ্রহ পায় রংপুর রাইডার্স। 

এই ম্যাচের আগে টানা দুই হারে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গিয়েছিল রংপুর রাইডার্স। অবশেষে তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেল দলটি। এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো সোহানের দল। ম্যাচ সেরা হন ক্যারিয়ারের ৭৫তম ফিফটির ম্যাচে ৪৫ বলে সমান পাঁচটি করে চার ও ছয়ে ঠিক ৭৫ করা শোয়েব মালিক।

এনএস// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি