ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের ৪ মন্ত্রীর কাছে উন্নয়ন চায় স্থানীয়রা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:২৯, ৭ জানুয়ারি ২০১৯

মন্ত্রিসভায় স্থান পাওয়া চট্টগ্রাম অঞ্চলের চার নেতা দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। আর তাগিদ দেন- আঞ্চলিক অবকাঠামো, বন্দরের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ, সুশাসন প্রতিষ্ঠার।

বঙ্গবভনে নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্যেরন শপথের মধ্য দিয়ে শুরু হয় নতুন সরকারের যাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকর্মী হিসেবে রয়েছেন চট্টগ্রাম অঞ্চলের চার নেতা। তাদের মধ্যে তথ্যমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. হাসান মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেব আছেন বীর বাহাদুর উশৈসিং। আর শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, নগরীর জলাবদ্ধতাসহ দক্ষিণ-পূর্ব অঞ্চলের অগ্রযাত্রায় এই চার মন্ত্রীর বিশেষ ভূমিকা থাকবে বলে প্রত্যাশা সবার।

মন্ত্রিসভায় নতুন ও তরুণদের প্রাধান্য দেয়ায়, সরকারের কাজের গতি বাড়বে বলে মনে করেন সুশীল সমাজ ও রাজনীতিবিদরা।

চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন হলে, পুরো দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে বলে মনে করেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি