ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চতুর্থ দিনের খেলা শুরু, কে হাসবে শেষ হাসি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ৩০ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:১৯, ৩০ আগস্ট ২০১৭

বাংলাদেশ না অস্ট্রেলিয়া, শেষ হাসি কার। আসন্ন ঈদে কোরবানির প্রস্তুতি, প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার তাড়া, এর মধ্যেও ক্রিকেটপ্রেমিদের চোখ মিরপুরের দিকে অনেক কৌতূহলী প্রশ্ন আর নানা গুঞ্জনের উত্তর হয়তো আজই মিলবে বৃষ্টির বাঁধা না আসলে আজ বুধবার চতুর্থ দিনই ভাগ্য নির্ধারিত হবে ঢাকা টেস্টেরআজ মাঠে নেমেছে অজিরা।

আজ বাংলাদেশের দরকার ৮ উইকেট আর অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫৬ রানের। মিরপুর স্টেডিয়ামের যা চরিত্র এতে ১৫৬ রান কম নয়। প্রথম ইনিংসে তামিম-সাকিবের ১৫৫ রানের জুটির পরও বাংলাদেশ অলআউট হয়েছিল ২৬০ রানে।

অস্ট্রেলিয়ার পাল্লা ভারী মনে হলেও বাংলাদেশের সম্ভাবনাও কম নয়। এই পিচে বল লাটিমের মত ঘোরে। সাকিব একাই প্রথম ইনিংসে অজি শিবিরে ধ্বস নামিয়ে দিয়েছিলেন। মিরাজ কম যাননি। ওয়ার্নার-স্মিথের মূল্যবান উইকেট দুটি এই তরুণ স্পিনারের পকেটে জমা পড়েছিল। আজ (বুধবার) ভাগ্য নির্ধারণই দিনে মিরাজের কাছ থেকে অমন স্পেলই আশা করছে বাংলাদেশ।

আজ সকালে এই জুটি দ্রুত ভেঙে দিতে পারলেই শঙ্কার কালো মেঘ কেটে আশার সূর্য উঠবে বাংলাদেশ শিবিরে। স্মিথ-ওয়ার্নারের জুটি বড় হলে সম্ভাবনার সূর্য হতাশার অন্ধকারে ঢাকা পড়বে।

চতুর্থ দিনের শুরুতে গতকালের রানের সঙ্গে ৬ রান যোগ করে অজিদের সংগ্রহ দাঁড়িয়েছে ১১৫/২।

স্কোর বাংলাদেশ: ২৬০ ও ২২১, অস্ট্রেলিয়া: ২১৭ ও ১১৫/২

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি