ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

চন্দনাইশে কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ৯ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে কৃষিযন্ত্রপাতি প্রস্তুত, নিরাপত্তা ও কর্মপরিবেশের উপর স্থানীয় কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন পশ্চিম এলাহাবাদ সুলতান পল্লী-১-এ কর্মশালার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম। 

কর্মশালায় কৃষিযন্ত্রপাতি উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও কর্মপরিবেশের উপর কৃষকদের আধুনিক পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের হ্যান্ডটুলসের ব্যবহার, ওয়েল্ডিং, পাইলিং, শক্তি সঞ্চালন, ড্রিলিং, গ্রাউন্ডিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। 

এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় এগ্রো সার্ভিস, স্পেয়ার পার্টস ডিপার্টমেন্ট, সুপারভাইজিং, মেকানিক্যাল ও টেকনিক্যাল বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় অতিথিবৃন্দ বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে কৃষি উদ্ভাবনে এগিয়ে এলে বাংলাদেশ আরও কৃষি বিপ্লব ঘটাতে সক্ষম হবে। প্রযুক্তিকে কাজে লাগালে গ্রামীণ কৃষকগণ আরও স্বাবলম্বী ও সচ্ছল হতে পারবে। একইসাথে তা দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করবে। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) শাহেদুর রহমান।


এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি