ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চন্দ্রলেখা নিয়ে আবদুল্লাহ আল ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কালচক্র, দিবানিশি এবং হৃদয়ের দখির দুয়ার উপন্যাসের পর সময়ের জনপ্রিয় লেখক আবদুল্লাহ আল ইমরান এবার শোনাবেন চন্দ্রলেখার গল্প। দক্ষিণাঞ্চলের গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাসটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন। বইমেলায় ৩৩ নম্বর প্যাভেলিয়নে উপন্যাসটি পাওয়া যাবে ৯ তারিখ থেকে।

উপন্যাসটি সম্পর্কে লেখক আবদুল্লাহ আল ইমরান জানান, ‘চন্দ্রলেখা শশীর গল্প। গল্পটা লায়লা বানুরও। আঠারোবাঁকির তীরে দুই নারীকে ঘিরে আরও কিছু জটিল মানুষের গল্প চন্দ্রলেখা। যে গল্পে আদর্শচ্যুত বড় কঠিন এক সময়কে ধরতে চেয়েছি। সেই সময়টা আপনি চেনেন, হয়তো মানুষগুলোকেও।’

চন্দ্রলেখার প্রচ্ছদ এঁকেছেন সানজিদা পারভীন তিন্নি। পাটকল শ্রমিক অঞ্চল নিয়ে লেখা ‘কালচক্র’ উপন্যাস দিয়ে আলোচনায় আসেন ইমরান। কথাসাহিত্যিক সেলিনা হোসেন উপন্যাসটিকে বাংলাসাহিত্যের গুরুত্বপূর্ণ সংযোজন বলে আখ্যা দেন। 
 
আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি