ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০২৪

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০, ২১ অক্টোবর ২০২৪ | আপডেট: ১১:২৪, ২১ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি দোকান দখল-বেদলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে স্থানীয় এলাকাবাসীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকায় কতিপয় দুর্বৃত্ত দোকান দখলে নেয়ার জন্য কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নেয় এবং দুর্বৃত্তদের ধাওয়া দেয়।

একপর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ১নং গেইট এলাকায় পৌঁছালে স্থানীয়রা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এসময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করলে অন্তত ৫ জন আহত হন। 
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয় হয়। 

সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ক্যাম্পাস পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি