চবি ২৬তম ব্যাচের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৪:৫১, ৯ মে ২০২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচের বার্ষিক সাধারণ সভা গত ৩ মে নগরীর আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। তিনটি পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্ব সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ এনামুল হক।
সভাপতি মোহাম্মদ শাহজাহান উপস্থিত বন্ধুদের সার্বিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে কমিটি বিলুপ্ত ঘোষণা করে এডহক কমিটির আহবায়ক আনোয়ারুল আজিম জাহিনের নিকট দ্বিতীয় পর্বে সভা পরিচালনা ভার দেন।
তিনি এডহক কমিটির পক্ষ থেকে নতুন কার্যকরী পরিষদ ২০২৪–২৫ ঘোষণা করে তৃতীয় পর্বে নতুন সভাপতি আহসানুল কবিরকে সভার সভাপতিত্ব করার অনুরোধ জানান। সভাপতি আহসানুল কবির আগামী দুই বছর ব্যাচের দায়িত্ব পালনে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এফবিসিসিআই সভাপতি মোঃ মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান হারুন।
সভায় বৈশাখী পিঠা উৎসব, ঈদ আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ মাত্রা যোগ করে। এ ছাড়া এ উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যাচের পক্ষ থেকে তৃষ্ণার্থ মানুষকে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
সভায় ব্যাচের অষ্টম মিলনমেলা কক্সবাজারে আগামী ২০ থেকে ২২ ডিসেম্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এজন্য প্রাথমিকভাবে এডভোকেট মোহাম্মদ এনামুল হককে আহবায়ক, নুর কুতুবুল আলমকে সদস্য সচিব এবং জান মোহাম্মদ সাইফুল্লাহকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষণা করা হয়।
সভায় ২০২৪–২৫ এর জন্য ৬৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। সভাপতি আহসানুল কবীর, সহ সভাপতি সৈয়দ আবু মোহাম্মদ সালেহ, মোহাম্মদ মোরশেদুল আলম, মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ড.নাসিম হাসান, জামশেদ আলম এবং মুবিন হায়দার অপু, সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম জাহিনসহ অন্যান্যরা।
এএইচ
আরও পড়ুন