চবিতে ‘ক্যারিয়ার এসেন্সিয়ালস’ শীর্ষক সেমিনার
প্রকাশিত : ২১:৩৪, ২৪ নভেম্বর ২০১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ববিদ্যালয় ডটকমের উদ্যোগে ‘ক্যারিয়ার এসেন্সিয়ালস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাঁচশত শিক্ষার্থীর স্বতস্ফূর্ত অংশগ্রহণে চবির এ কে খান আইন অনুষদ মিলনায়তনে সেমিনারটি সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। এটি দিনব্যাপী চলে।
ফজলে এলাহী নাঈম ও তামিমা আজমিনের সঞ্চালনায় এবং চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, পরিবর্তিত বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ক্যারিয়ার গড়ে তোলা শিক্ষার্থীদের জন্য একান্ত অপরিহার্য।
তিনি বলেন, আমাদের তরুন-মেধাবী শিক্ষার্থীদের সুনাগরিকের গুণাবলী অর্জনসহ অঙ্গীকার বাস্তবায়নে মেধা-মনন ও প্রজ্ঞার যথাযথ বিকাশ ঘটাতে হবে। তাদেরকে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে।
বিশ্ববিদ্যালয় ডটকম হলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণাবিষয়ক একটি অনলাইন প্লাটফরম।
বিশ্ববিদ্যালয় ডটকমের প্রতিষ্ঠাতা মাছুম আহমেদ বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, পরিবর্তিত বিশ্বের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন ঘটছে শিক্ষাক্ষেত্রেও। বই পুস্তকের পাশাপাশি আজকের দিনে অনলাইনও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে স্বীকৃত হয়ে উঠেছে। তাই দেশ গঠনে শিক্ষাক্ষেত্রে নতুন ও ব্যতিক্রমধর্মী অবদান রাখতে বিশ্ববিদ্যালয় ডটকমের পথচলা শুরু হলো।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দীন আহমেদ, ইউএন উইমেন এর জুনিয়র প্রোগ্রাম অফিসার পুন্না ইসলাম, পিএইচপি ফ্যামিলি’র ব্রান্ড এন্ড কমুনিকেশন চিপ নাজমুল হাসান, এপিলিয়ন গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শওকত ইকবাল, চবি আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ, ডি-ইঞ্জিনিয়ারস ক্লাবের ফাউন্ডার সোমেন কানুঙ্গ, ডেল্টা ইমিগ্রেশনের সিইও মো. আলমগীর, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এনায়েতুল্লাহ পাটওয়ারী, কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ছানাউল্লাহ চৌধুরী, সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন