চবিতে জখম অবস্থায় মায়া হরিণ উদ্ধার
প্রকাশিত : ১৩:৪২, ৩০ আগস্ট ২০১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজ্ঞান অনুষদের পিছন থেকে একটি মায়া হরিণকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ধারের পর হরিণটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভ্যাটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
হরিণটি কোমরের অংশে আর পেছনের পায়ে ব্যাথা পেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সরেজমিন গিয়ে দেখা যায়, কোমরে আর পেছনের পায়ে আঘাতের ফলে হরিণটি নড়াছড়া করতে পারছে না। এছাড়াও বিভিন্ন জায়গায় রক্তপাতের চিহ্নও দেখা যায়।
রসায়ন বিভাগের কর্মকর্তা সুমন চৌধুরী সালেহ আহমেদ হরিণটিকে উদ্ধার করে। তারা বলেন, ১০৮ নং রুমের জানালায় আটকা পড়ে। আমরা সকাল সাড়ে নয়টার দিকে হরিণটিকে জানালায় ঝুলে থাকতে দেখতে পাই। পরর্বতীতে আমরা তাৎক্ষণিক চেয়ারম্যান স্যারকে অবহিত করি। পরে প্রক্টরিয়ালবডির সহায়তায় তাকে উদ্ধার করি।
এ বিষয় জানতে চাইলে রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, এর আগেও বিজ্ঞান অনুষদের পেছনের পাহাড় থেকে হরিণ এসেছে। ধরাও পড়েছে। পরে আমরা উদ্ধার করে প্রাণীবিদ্যা বিভাগের সহায়তায় ছেড়ে দিয়েছি। তবে এ হরিণটিকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেয়ে আমি নিজেই শঙ্কিত।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, রসায়ন বিভাগে হরিণ আটকা পড়েছে এমন খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। হরিণটি বেশি আঘাতপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।
প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফতাব হোসেন বলেন, যে হরিণটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি মায়া হরিণ। হরিণটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। চিকিৎসার জন্য ভ্যাটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। সেখানে উন্নত চিকিৎসা রয়েছে।
একে//
আরও পড়ুন