চরের শিক্ষার্থীদের খাবার ও ব্যাগ দিল কিডস ফাউন্ডেশন কানাডা
প্রকাশিত : ১২:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২১
সিরাজগঞ্জের যমুনার দুর্গম চর কাওয়াখোলা ইউনিয়নের কাগমারী চরে ডু স্যামথিং ফাউন্ডেশনের গড়া অ আ ক খ স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের খাবার ও স্কুল ব্যাগ উপহার দিয়েছে কিডস ফাউন্ডেশন অব কানাডা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের পক্ষ থেকে একশটি স্কুল ব্যাগ ও ২ শতাধিক ছাত্র/ছাত্রীকে খিচুরী-মুরগী মাংসে আপ্পায়িত করা হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহযোগিতা পেয়ে স্কুলের প্রতিষ্ঠাতা ও ডু স্যামথিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. নাজমুল ইসলাম জানান, ‘কাগমারী চর তথা আশপাশের চরে কোন স্কুল না থাকায় ঝরে পড়েছিল ছাত্র-ছাত্রীরা। যে কারণে আমরা কয়েক বছর আগে স্কুলটি প্রতিষ্ঠিত করি। এখানে বিনা বেতনে ৫ম শ্রেণি পর্যন্ত লেখা পড়ার পাশাপাশি স্কুল ড্রেস ও বইসহ অন্যান্য জিনিস আমরাই বিনামূল্যে দিয়ে থাকি। এই অবস্থায় কিডস ফাউন্ডেশন অব কানাডা সংগঠন আমাদের পাশে দাঁড়ানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ’
এআই/ এসএ/
আরও পড়ুন