ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

চলচ্চিত্র পরিচালক সমিতির ভোটগ্রহণ চলছে

প্রকাশিত : ১৪:২৬, ২৫ জানুয়ারি ২০১৯

চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন চলছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আজ সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

২৩তম এই নির্বাচনে ১৯ পদে লড়ছেন ৪২ নির্মাতা। নতুন নেতৃত্বের অপেক্ষায় চলচ্চিত্র পরিচালক সমিতি। নীরব বিএফডিসি এখন তাই নির্বাচনি উত্তাপে সরব।

এবারের নির্বাচনে বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন থাকছেন একই প্যানেলে। তাদের প্রতিদ্বন্দ্বি বাদল খন্দকার ও বজলুর রাশেদ চৌধুরী। এছাড়া মহাসচিব পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাফি উদ্দিন সাফি।

প্রতিটি প্যানেলের বিভিন্ন পদে অংশ নিচ্ছেন ১৯ জন করে প্রার্থী। 

এদিকে সভাপতি প্রার্থী বাদল খন্দকারের অভিযোগ গেল দুই বছর সিনেমার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি বর্তমান কমিটি। তবে তা মানতে নারাজ বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

অপরদিকে, ঢাকাই সিনেমার সুদিন ফেরাতে যারা কাজ করবেন তাদেরকেই নির্বাচিত করতে চান ভোটাররা।

জানা গেছে, আজ ২৫ জানুয়ারির নির্বাচনে বড় ভুমিকা রাখবে ছোট পর্দা থেকে আসা নির্মাতারা। ৩৬১ ভোটারের মধ্যে তাদের সংখ্যা ৭৯।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি