ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী আজিজ আহমেদ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী আজিজ আহমেদ মারা গেছেন। মঙ্গলবার ভোরে শেরপুরে বড় মেয়ে কাজী বন্যা আহমেদের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৩৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন। এই শক্তিমান ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান তার মেয়ের জামাতা এ কে এম শহীদুল আলম।

তিনি তার বনার্ঢ্য কর্মজীবনে একজন চিত্রনাট্যকার, কাহিনিকার, সংলাপ রচয়িতা এবং চিত্র পরিচালক হিসেবে পরিচিতি পান। ১৯৬২ সালে ‘দুই দিগন্ত’ ছবিতে পরিচালক ওবায়দুল হকের সহকারী হিসাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন তিনি।

যে আগুনে পুড়ি, ক খ গ ঘ ঙ, এরাও মানুষ, ওরা ১১ জন, সংগ্রাম, গুনাই বিবি, অনন্ত প্রেম, বাজিমাত ইত্যাদি সিনেমার কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন তিনি।

তার এই বর্নাঢ্য এই কর্ম জীবনে  ‘চোখ যে মনের কথা বলে’, ‘এ আঁধার কখনো যাবে না মুছে’ গানের জন্য তিনি খ্যাতি লাভ করেন।

ঢাকায় নামাজে জানাজা শেষে জুরাইন পারিবারিক কবরস্থান তাকে সমাহিত করা হবে জানান তার জামাতা  এ কে এম শহীদুল আলম।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি