ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলচ্চিত্রকে ভালোবাসি বলেই ফের অভিনয়ে ফিরছি: শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত অভিনেত্রী শাবনূর। একসময় যাকে ছাড়া ব্যবসা সফল ছবি চিন্তাই করতে পারতেন না নির্মাতারা। তিনি দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে নেই। হঠাৎ বিয়ে-সন্তান নিয়ে খবর প্রকাশ হওয়ার পর আড়ালে চলে যান শাবনূর।

সম্প্রতি দর্শকের সামনে আসছেন তিনি। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে শাবনূর অভিনীত ‘এত প্রেম এত মায়া’ ছবির শুটিং।
 
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে শাবনূরকে শিক্ষিকার চরিত্রে দেখা যাবে। শাবনূর বলেন, এতদিন ব্যক্তিগত কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। ব্যক্তিগত কাজগুলো শেষ না করে ক্যামেরার সামনে দাঁড়াতে পারছিলাম না। আর ছেলে আইজানকে এখনও অনেক সময় দিতে হয়। তারপরও আমি কাজে খুব শিগগিরই ফিরবো বলে সিদ্ধান্ত নিয়েছি। খুব দ্রুতই কাজ শুরু করবো। চলচ্চিত্রকে ভালোবাসি বলেই কাজে ফিরছি।
 
তিনি আরও বলেন, চলচ্চিত্রকে ভালোবাসি বলেই আবারও অভিনয়ে ফিরছি। এত প্রেম এত মায়া চলচ্চিত্রটির বেশিরভাগ কাজ শেষ করেছি। বাকিটুকু আগামী মাসে শেষ করবো।
 
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি