ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরিয়ান বাটলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ২ এপ্রিল ২০২২

জস বাটলার

জস বাটলার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে প্রথম সেঞ্চুরি হাঁকালেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটার জস বাটলার। শনিবার চলতি আসরের নবম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বাটলার সেঞ্চুরিতে ২৩ রানের জয় পায় রাজস্থান।

এদিন ওপেনার হিসেবে খেলতে নামেন জস বাটলার। ৩২ বলে হাফ-সেঞ্চুরি করার পর ইনিংসের ১৯তম ওভারে ৬৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিশ মারকুটে। আইপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

গত আসরেও রাজস্থানের হয়ে সেঞ্চুরি করেছিলেন বাটলার। সেবার প্রতিপক্ষ হিসেবে ছিল সানরাইজার্স হায়দারাবাদ। ৬৪ বলে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন বাটলার।

এদিন ৬৮ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় ১০০ রান করে আউট হন বাটলার। মুম্বাইয়ের পেসার জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হন তিনি। তার ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে ১৯৩ রান তোলে রাজস্থান।

জবাবে ইশান কিশান ৫৪ (৪৩) ও তিলক ভার্মার ৬১ (৩৩) ফিফটি সত্ত্বেও ৮ উইকেটে ১৭০ রানে তুলতে পারে মুম্বাই। রোহিতের দল হেরে যায় ২৩ রানে। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচেও হারল তার দল। অন্যদিকে টানা দুই জয়ে শীর্ষে উঠে বসল রাজস্থান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি