চলতি বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশী
প্রকাশিত : ১৩:৫১, ১৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩২, ২০ জানুয়ারি ২০১৮
এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশী পবিত্র হজ করার সুযোগ পাবেন। এ ব্যাপারে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। মক্কায় চুক্তি সই অনুষ্ঠানে সৌদি সরকারের সদ্য আরোপিত ভ্যাটের প্রভাব যাতে হজযাত্রীদের ওপর না পড়ে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
এ বছর ৭ হাজার সরকারি ব্যবস্থাপনায় ও বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। এবারও হজযাত্রীদের অর্ধেক বাংলাদেশ বিমান ও বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে। মক্কায় বাংলাদেশ হজ অফিসে দ্বিপাক্ষিক চুক্তিতে উঠে আসে এসব তথ্য। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী মোহাম্মদ সালিহ বেনতিন চুক্তিতে সই করেন।
সৌদি সরকারের সম্প্রতি আরোপিত ভ্যাটের কারণে যাতে হজযাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে সে ব্যাপারে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ধর্মমন্ত্রী। সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করতে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না বলেও জানান মন্ত্রী।
বিগত বছরগুলোতে সৌদি আরবের হজ নীতি মেনে চলায় বাংলাদেশী হাজি ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় সৌদি কর্তৃপক্ষ।
/ এআর /