ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

চলতি বছরে সৌদি আরবে ৪৮ জনের মৃত্যুদন্ড কার্যকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৯, ২৭ এপ্রিল ২০১৮

সৌদি আরবে গত চার মাসে ৪৮ জনের মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হয়েছে। এদের অর্ধেককে মাদক সংক্রান্ত অভিযোগে মৃত্যুদন্ড দেয়া হয়। হিউম্যান রাইটস ওয়াচ একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, ‘সৌদি আরব ২০১৮ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুদন্ডাদেশ কার্যকর করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সৌদি আরবের বিচার ব্যবস্থায় মাদক সংক্রান্ত অপরাধে আরও অনেকের মৃত্যুদন্ড কার্যকর হতে যাচ্ছে।’
সৌদি আরবে সন্ত্রাসবাদ, হত্যা, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারের মতো অপরাধের জন্যে মৃত্যুদন্ড দেয়া হয়।

সূত্র : এএফপি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি