ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

চলতি বছরেই ৪৭৯২ চিকিৎসক নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬:১৬, ১৬ মে ২০১৯

দেশের সরকারি হাসপাতালগুলোতে খুব শিগগিরই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে এ বছরই ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

ইতোমধ্যে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ডাক্তার নিয়োগের জন্য সুপারিশ করেছে উল্লেখ করে নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানান তিনি।

আজ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ১০০ দিনের ঘোষিত কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের সরকারি হাসপাতালে নতুন ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। কিছু দিন আগে স্বাস্থ্যসেবা ও পরিকল্পনা বিভাগে ৫০০ চিকিৎসক নিয়োগ হয়।

তিনি জানান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। ১০০ দিনের কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আই//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি