ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

চলতি মৌসুমে আর নেইমারকে পাচ্ছেনা পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৭ মার্চ ২০২৩

ইনজুরির কারণে চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না পিএসজি ফরোয়ার্ড নেইমারের। 

গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছে ক্লাবটি। 

পিএসজি জানায়, নেইমার গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছেন। লিলের বিপক্ষে গত ২০ ফেব্রুয়ারি চোটের পর পিএসজির মেডিকেল স্টাফরা বড় ধরনের ক্ষতি এড়াতে লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছেন। 

এ বিষয়ে এক টুইটে আরও শক্তিশালী হয়ে ফেরার কথা জানিয়েছেন নেইমার। 

অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস। অর্থাৎ, চলতি মৌসুমে নেইমারকে আর মাঠে দেখা যাবে না। চোটের কারণে মৌসুমটাই শেষ হয়ে গেল ব্রাজিল তারকার।

পিএসজি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দোহায় নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হবে। তিন থেকে চার মাস পর তিনি দলীয় অনুশীলনে ফিরতে পারেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি