ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

চলতি সপ্তাহে নৈতিক অনুমোদন পেতে পারে বঙ্গভ্যাক্স : বিএমআরসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২৭ এপ্রিল ২০২১

মাসে এক কোটি ডোজ বঙ্গভ্যাক্স করোনা টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে জানিয়েছে গ্লোব বায়োটেক। প্রয়োজনে সক্ষম যে কোন প্রতিষ্ঠানকেও ভ্যাকসিন উৎপাদনের অনুমতিও দেয়া হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদিকে চলতি সপ্তাহে নৈতিক অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ-বিএমআরসি।

সারাদেশে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রুয়ারি। দেশে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জন। আর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭ লাখের বেশি।

ভারত সরবরাহ বন্ধ করে দেয়ার পর অন্য উৎস এবং কোভ্যাক্সের টিকা না পাওয়ায়, আড়াই মাসের মধ্যেই ভ্যাক্সিনেশন কার্যক্রম সংকটের পড়ে। ২৬ এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ দেয়ার কার্যক্রমও।

এমন পরিস্থিতিতে আলোচনায় আসে দেশীয় প্রতিষ্ঠান বঙ্গভ্যাক্স। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ-বিএমআরসিতে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন চাওয়ার পর পেরিয়ে গেছে তিন মাস। এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার কথা বলছে বিএমআরসি। 

বিএমআরসি চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, শুধু আমাদেরকে বলা হয়েছিল যে ‘টাইমিং ইউ গো স্লো’। তো সেই গো স্লো মানে তো আমরা বন্ধ করে থাকতে পারি না, দেশের এই অবস্থার মধ্যে। আবার সরকারের আইনের ভেতরে আছে, সুতরাং তারা অনুমতি না দিলে আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমার ধারণা হচ্ছে, দুই এক দিনের মধ্যেই আমরা এই সম্মতিটা পাবো।

গ্লোব বায়োটেক বলছে, অনুমোদন পেলে ৭ থেকে ১০ দিনের মধ্যে ট্রায়ালে যাওয়ার প্রস্তুতি আছে। সব ঠিকঠাক থাকলে মাসে ১ কোটি ডোজ উৎপাদন করা সম্ভব।

গ্লোব বায়োটেকের হেড অব কোয়ালিটি অপারেশন ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, যদি আমাদের সরকার চায় তাহলে পেইজ-১ পেইজ-২ এই দুটি কম্বাইন্ড করে করতে পারি। সেক্ষেত্রে সময় আরও কমে আসবে এবং পেইজ-৩ পর্যায়ে ভেক্সিনেশনও করতে পারি। আপনারা জানেন আমাদের ভ্যাকসিনটি হচ্ছে এমআরআই টেকনোলজির। আমাদের একই টেকনোলজিতে আমেরিকার মর্ডানা ভ্যাকসিন তৈরি করেছে, ফাইজার তাদের ভ্যাকসিন তৈরি করেছে। টু-এস কমিশন সেটা কিন্তু আমাদের বাসাবাড়ির নর্মাল রেফ্রিজারগুলোতে ১ মাস স্ট্যাবল থাকবে। 

এছাড়া সক্ষম যেকোন প্রতিষ্ঠানকে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেয়া হবে বলেও জানায় গ্লোব বায়োটেক। 

ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যারা টেকনোলজি দিলে উৎপাদন করতে পারবে। তারা যদি এগিয়ে আসে তাহলে আমরা অতি অল্প সময়ের মধ্যেই দেশের চাহিদা পূরণ করে বিদেশেও আমাদের ভ্যাকসিনটা রপ্তানি করতে পারবে।

এই ভ্যাকসিন সব ধরণের মিউটেশনের বিরুদ্ধে কার্যকর হবে, আশাবাদী প্রতিষ্ঠানটি।
দেখুন ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি