ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলন্ত ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৩১, ৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

এবার চলন্ত ট্রেনে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উঠেছে। চাঞ্চল্য সৃষ্টি করেছে ঘটনাটি। মালায়লম ওই অভিনেত্রীর নাম সানুসা। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

মালায়লম অভিনেত্রী সানুসার অভিযোগ করেছেন, তিরুবনন্তপুরম থেকে মাভেলি এক্সপ্রেসে ওঠার পর থেকেই এক ব্যক্তি তাঁকে জ্বালাতন করতে শুরু করেন। থ্রিসুর স্টেশনে গিয়ে বিষয়টি চরম আকার রূপ নেয়। মাত্রা ছড়িয়ে যাওয়ায় ওই ব্যক্তির হাত চেপে ধরেন অভিনেত্রী এবং আলো জ্বালিয়ে দেন। তবে চিৎকারের পরও অভিনেত্রীকে সাহায্যে করতে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ করেছেন তিনি। এরপর টিকিট পরীক্ষককে ডেকে ওই ব্যক্তিকে ধরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, মালায়লম অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে অন্ত বোস নামে তামিলনাড়ুর তিরুবনন্তপুরমের বাসিন্দাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হলে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

অভিনেত্রী জানিয়েছেন, ঘটনার সময় একাধিকবার তিনি সহযাত্রীদের সাহায্য চেয়েছিলেন। কিন্তু, কেউই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

এদিকে বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমনের শ্লীলতাহানির অভিযোগে অবশেষে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যবসায়ীকে। মুম্বইয়ের জুহু থানার পুলিশ গ্রেফতার করে জিনাত আমনের এই ‘বন্ধু’কে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি