চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজ
প্রকাশিত : ১০:০৭, ১৫ এপ্রিল ২০১৭ | আপডেট: ১০:১৪, ১৫ এপ্রিল ২০১৭
চলমান উত্তেজনার মধ্যেই সামরিক কুচকাওয়াজ চালাচ্ছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, এই কুচকাওয়াজে নতুন অস্ত্র প্রদর্শন করবে দেশটি।
কোরিয়া উপদ্বীপ অভিমুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর যাত্রা এবং উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি ঘিরে যে কোন সময় সংঘাত দেখা দিতে পারে বলে সতর্ক করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই বলেছেন, যুদ্ধ বাধলে কোনও পক্ষই জয়ী হতে পারবে না। সিরিয়ায় রাসায়নিক হামলার পরপরই উত্তর কোরিয়ার দিকে নৌবহর পাঠায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া জানায়, তারা ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুত।
আরও পড়ুন