ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চলমান পরিবেশ বজায় থাকলে বাজেট বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮:৪৯, ২ জুন ২০১৬ | আপডেট: ১২:৪৩, ৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

দেশে চলমান স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে ঘোষিত বাজেট বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংসদে বাজেট বক্তৃতায় তিনি আরো বলেন, জনগনের সমর্থন ও অংশগ্রহণে দেশকে আলোকউজ্জ্বল আগামীর পথে এগিয়ে নেবে সরকার। টানা অষ্টমবারের বাজেট ঘোষণার শুরুতেই দেশের অগ্রগতি ও সাফল্যের চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই দেশ এখন উন্নয়নের লক্ষ্যমাত্রা সফলভাবে পুরণ করে যাচ্ছে। বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। তিনি বলেন, দেশের পরিবেশ-পরিস্থিতির উপরই নির্ভর করছে বাজেটের পরিপূর্ণ বাস্তবায়ন। তবে শেখ হাসিনার নেতৃত্বে দেশের পরিবেশ স্তিতিশীল থাকবে বলেই আশা তার। বাজেট বাস্তবায়নে দেশের জনগনের সমর্থন ও অংশগ্রহন প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। তাহলেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুিজবুর রহমানের হাত ধরে দেশের মানুষ পেয়েছে স্বাধীনতা ও রাজনৈতিক মুক্তির স্বাদ। আর শেখ হাসিনার নেতৃত্বে পাবে অর্থনৈতিক মুক্তির স্বাদ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি