ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চলমান পরিবেশ বজায় থাকলে বাজেট বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮:৪৯, ২ জুন ২০১৬ | আপডেট: ১২:৪৩, ৪ এপ্রিল ২০১৭

দেশে চলমান স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে ঘোষিত বাজেট বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংসদে বাজেট বক্তৃতায় তিনি আরো বলেন, জনগনের সমর্থন ও অংশগ্রহণে দেশকে আলোকউজ্জ্বল আগামীর পথে এগিয়ে নেবে সরকার। টানা অষ্টমবারের বাজেট ঘোষণার শুরুতেই দেশের অগ্রগতি ও সাফল্যের চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই দেশ এখন উন্নয়নের লক্ষ্যমাত্রা সফলভাবে পুরণ করে যাচ্ছে। বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। তিনি বলেন, দেশের পরিবেশ-পরিস্থিতির উপরই নির্ভর করছে বাজেটের পরিপূর্ণ বাস্তবায়ন। তবে শেখ হাসিনার নেতৃত্বে দেশের পরিবেশ স্তিতিশীল থাকবে বলেই আশা তার। বাজেট বাস্তবায়নে দেশের জনগনের সমর্থন ও অংশগ্রহন প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। তাহলেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুিজবুর রহমানের হাত ধরে দেশের মানুষ পেয়েছে স্বাধীনতা ও রাজনৈতিক মুক্তির স্বাদ। আর শেখ হাসিনার নেতৃত্বে পাবে অর্থনৈতিক মুক্তির স্বাদ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি