ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চলাচলের অনুপোযোগী চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়ক(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২১, ৪ নভেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কটি দীর্ঘদিন মেরামত না করায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের। বরেন্দ্র এলাকাসহ জেলার বেশ কয়েকটি উপজেলার যাতায়াতের একমাত্র এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।

চাঁপাইনবাবগঞ্জ-নাচোল আন্তঃউপজেলা সড়কে যানবাহন আটকে পড়ার এমন দৃশ্য যেন নিত্যদিনের। ভাঙাচোরা সড়কের মাঝখানে প্রতিদিনই আটকে যাচ্ছে কোনো না কোনো গাড়ি।

সড়কের আতাহার থেকে ঝিলিমবাজার পর্যন্ত ১০ কিলোমিটার জায়গায় রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত পণ্যবোঝাই যানবহন চলাচল এবং পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে সড়কটি।

গত চার বছরে সড়কের ধারে গড়ে উঠেছে অর্ধশতাধিক রাইস মিল। আর এই সড়ক দিয়ে প্রতিদিনই চলাচল করে মিলের আট থেকে নয় শ’ ট্রাক। তাই সড়কের ধারণক্ষমতা বাড়ানোর দাবি মিল মালিকদের।

সড়কটি সংস্কারে একটি প্রকল্প একনেকে পাস হওয়ার পর এখন ব্যয় নির্ধারণের কাজ চলছে, বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী।

শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি