ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২৪ এপ্রিল ২০২০ | আপডেট: ০০:৫০, ২৫ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে রমজান শুরু। দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রমজান মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন ধর্ম সচিব নুরুল ইসলাম। দেশের জামালপুর ও নেত্রকোনা এলাকায় রমজানের চাঁদ দেখা গেছে বলে জানানো হয়েছে। এর আগে, সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার থেকে রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।

তবে করোনাভাইরাসের কারণে এবছরের তারাবির নামাজে ইমাম মুয়াজ্জিনসহ ১২ জনের বেশি অংশ নিতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।  

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি