ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

চাঁদপুরে ব্যবসায়ী হত্যায় ৫ জনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২০ ফেব্রুয়ারি ২০১৮

চাঁদপুরের মতলব উত্তরে মাসুদ রানা (২৩) নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ মৃত্যুদণ্ডের আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সেলিম মাঝী (২২), মো. ইয়াসিন বেপারী (২৪),মো. ফারুক ওরফে নবী (২৫), মো. আলী মুন্সী (২৮) ও মো. আব্দুল খালেক মোল্লা (৩২)।

মামলার নথি থেকে জানা গেছে, মো. মাসুদ রানা একজন তরুণ ব্যবসায়ী ছিলেন। ২০০৮ নালের ৫ অক্টোবর সন্ধ্যায় মাসুদ রানাকে আসামি মো. আলী তাদের বাড়িতে গিয়ে ডেকে নিয়ে যায়। রাতে মাসুদ রানা বাড়িতে না আসায় তার স্বজনরা বহু খোঁজাখুঁজি করেও পায়নি। পরে তার বাবা মো. রবিউল দর্জি (৫০) ২০০৮ সালের ১৪ আগস্ট মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়রি করেন। ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় মতলব উত্তরের গোয়াল ভাওর একটি ডোবায় কচুরিপানার নিচে মাসুদ রানার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনা তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা ২০০৯ সালের ৩০ মার্চ আদালতে আটজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অবশেষে বিচারক পাঁচজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে বেকসুর খালাস দেন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি