ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

চাঁদপুরে স্কুল ব্যাংকিং সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৯ অক্টোবর ২০১৭

স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরে। গতকাল শনিবার জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল।

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) শনিবার লিড ব্যাংক হিসেবে এ কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের জিএম আবুল বশর, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ। এতে সভাপতিত্ব করেন সোস্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  এ.এম.এম. ফরহাদ। চাঁদপুর জেলার বিভিন্ন ব্যাংক এবং স্কুলের শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই স্কুল ব্যাংকিং কনফারেন্সে যোগদান করেন।

চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে এ স্কুল ব্যাংকিং সম্মেলনে সরকারি বেসরকারি মিলে ২৭টি বাণিজ্যিক ব্যাংক অংশগ্রহণ করে। এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের ইলিশ চত্বর ঘুরে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্কুলের খুদে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সঞ্চয়ের মানসিকতা সৃষ্টি করতে স্কুল ব্যাংকিং চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে দেশের প্রতি জেলায় সরকারি বেসরকারি ব্যাংকের অংশগ্রহণে এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

চাঁদপুরে জনতা ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা রফিক আহমেদ মিন্টু জানান, চাঁদপুরে এ সম্মেলন আয়োজন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক। এ ধরণের কনফারেন্স শিক্ষার্থীদের ব্যাংকিংক ধারণা দেয়ার পাশাপাশি  সঞ্চয় প্রবণতা বাড়াতে সহযোগিতা করবে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি